dannews24.com | logo

১১ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ

কাহালুতে ব্যাটারী পড়ানোর দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ উর্দ্ধতন কর্তৃপক্ষ নজর দিবেন কি?

প্রকাশিত : আগস্ট ২৩, ২০২০, ১৪:২১

কাহালুতে ব্যাটারী পড়ানোর দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ উর্দ্ধতন কর্তৃপক্ষ নজর দিবেন কি?

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু টু মালঞ্চা সড়কের গোয়ালপুকুর এলাকায় মুনছুর রহমানের মুরগীর সেডে গোবিন্দগঞ্জের জনৈক্য একব্যক্তি প্রতিদিন রাতে অবাধে পড়ানো হচ্ছে ব্যাটারী। উর্দ্ধতন কর্তৃপক্ষ নজর দিবেন কি?। ব্যাটারী পড়ানোর ফলে অত্র এলাকায় গাছ-পালা, আবাদী জমির ফসল নষ্ট সহ মানুষের শ্বাসকক্ট হওয়ার সম্ভবনা খুব বেশি।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কভিড-১৯) এর সময় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শ্বাসকক্ট মানুষ। বিষয়টি নিয়ে এলাকাবাসী খুব অতিষ্ঠ। বিষয়টি সমাধানের জন্য এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

সরেজমিনে মুনছুর রহমানের মুরগীর সেডে ব্যাটারী পড়ানোর স্থানে উপস্থিল হলে ওইখানে থাকা লোকজন জানান, শুধু এখনই ব্যাটারী পড়ানো হচ্ছে না উপজেলার আরও ৮/৯টি স্থানে ব্যাটারী পড়ানো হচ্ছে। নাম প্রকাশে অনুউচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, ব্যাটারী পড়ানোর সঙ্গে স্থানীয় লোকজন জড়িত রয়েছে।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।