dannews24.com | logo

১১ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ

কাহালুর পাইকড় ইউ পি সদস্যের পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন

প্রকাশিত : জুলাই ২৯, ২০২০, ১৬:০৭

কাহালুর পাইকড় ইউ পি সদস্যের পুকুরে  বিষ প্রয়োগে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর পাইকড় ইউ পি ৯ নং ওয়ার্ড সদস্য সারোয়ার হোসেন কাজীর চক পাড়া পুকুরে বিষ প্রয়োগে করে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে। জানা যায়, ইউ পি সদস্য সারোয়ার হোসেন কাজী পাইকড় চকপাড়া গ্রামের মসজিদের ৬৫ শতক পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত মঙ্গলবার রাতে শক্রতামূলক ভাবে কে বা কাহারা উক্ত পুকুরে বিষ প্রয়োগ করে রুই,সিলভার, কার্প, বাটা, তেলাপুইয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেন। পাইকড় ইউপি সদস্য সারোয়ার হোসেন কাজী জানান, পুকুরের বিষ প্রয়োগে তার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।