dannews24.com | logo

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২১ খ্রিস্টাব্দ

কাহালু মডেল প্রেসক্লাবের কমিটি গঠন টনি সভাপতি মতিন সাধাঃ সম্পাদক

প্রকাশিত : অক্টোবর ০৭, ২০২০, ১৩:৪১

কাহালু মডেল প্রেসক্লাবের কমিটি গঠন টনি সভাপতি মতিন সাধাঃ সম্পাদক

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার বিকেলে বগুড়ার কাহালু মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে বিনা প্রতিদ্বন্দীতায় পূনরায় দৈনিক “চাঁদনী বাজার” পত্রিকার উপজেলা প্রতিনিধি ইউনুস আলী টনি সভাপতি এবং দৈনিক “ভোরের দর্পণ” ও দি “নিউজ টুডে” পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ মতিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৮ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহবুবুল আলম (দৈনিক প্রভাতের আলো,আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ( দৈনিক মুক্তবার্তা), দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ আবু সুফিয়ান সুজন (দৈনিক সকালের খবর), সদস্য সরদার এ কে এম রেজাউল হক (দৈনিক সমকাল), সদস্য প্রভাষক হাবিবুর রহমান হাবিব (দৈনিক যায়যায় দিন)। সাধারণ সভায় ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।