স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর নতুন বাজার সংলগ্ন আয়ফলের নেছা সঠিক ন্যায়বিচার চায় , স্বামীঃ মৃত হানিফ মিয়া, সাং শাকপুর কাদের মাওলানা বাড়ি থানা বরুড়া,আমি একজন বিধবা মহিলা আমার কোন ভাই বোন কেউ নাই আমি এতিম এই মর্মে অভিযোগ করতেছি যে অামার চাচাতো ভাই অাব্দুল মতিন (৬৫) পিতা মৃত অালী আশরাফ সর্ব সাং শাকপুর বরুড়া কুমিল্লা।
অাব্দুল মতিন গংদের অত্যাচার নিপীড়নে দীর্ঘদিন যাবৎ সহ্য করে অাসতাছি। প্রায় দীর্ঘ ২৮ থেকে ৩০ বৎসর যাবৎ আমার পিতৃ সূত্রে মালিকানাধীন ১১ শতক ও বাড়ির ভিটিতে ৪.০০ শতক জায়গা জোড় পূর্বক ভোগ দখল করিয়া আসিতাছি।এলাকার চেয়ারম্যান মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কে বিষয়টি অবহিত করলে কয়েকবার শালিশের মাধ্যমে সমাধান করে দেন কিন্তু আব্দুল মতিন গং সকল কিছু মেনে নিও আবার সেই জবরদখল শুরু করেন সেই পরিপ্রেক্ষিতেই ১৬-০৯-২০১৯ ইং তারিখ পুনরায় এলাকার চেয়ারম্যান মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে শালিশ বৈঠক হয়।তখন ১০০ টাকার ষ্টাম্পে লিখিত ভাবে উভয়পক্ষের স্বাক্ষর ও উপস্থিগনের স্বাক্ষরিত একটি সোলেনামা তৈরি করে দেন যাতে অদূর ভবিষ্যতে কোন সমস্যা সৃষ্টি না হয়।
কিন্তু গত ২২-০১-২০২১ ইং তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় পূর্বের নির্ধারিত সম্পত্তি পরিমানের নিমিত্তে আমি উল্লখিত গংদের মধ্যে আবদুল গফুর, পিতা মৃত আলী আসরাফ সাং শাকপুর তাদের বাড়িতে যাই, একপর্যায়ে উল্লেখিত গংদের সাথে সম্পত্তির পাওনার বিষয় নিয়ে বিতর্ক হয়।এই সময় তাহারা ক্ষিপ্ত হইয়া অন্যান্য গংদের সম্মুখে আমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারিয়া আমার শরীরে বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে ও আমার পড়নে থাকা বস্ত্র টানাহ্যাঁচড়া করে খুলে ফেলার চেষ্টা করে ।
পরে আমি ২৪-০১ ২০২১ ইং বরুড়া থানা বরাবর একটি অভিযোগ দায়ের করি যাহার নং SDR – 124-72
পরে ১৫-০২-২০২১ তারিখে বরুড়া থানার এস আাই চন্দন দেবনাথ সমাধানের লক্ষ্যে দিনক্ষণ ঠিক করে, এলাকার চেয়ারম্যান মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে সরকারি আমিন দ্বারা উক্ত সম্পত্তিতে আমাকে বুঝিয়ে দিয়ে টিনের বেড়া দিয়ে পরিবারিক রাস্তার সুবিধা রেখে আবারো সমাধান করে দেন গত ১৭-০২-২০২১ ইং আব্দুল মতিন গংদের সকলে মিলে তাদের বাড়ির উঠানে সামনে নিজেরাই টিনের বেড়া দেন এবং পরিবারের চলাফেরা রাস্তা এয়ারটেল রবি টাওয়ারের প্রবেশমুখে কাঠ দ্বারা সহবাস এবং বিভিন্ন কার দ্বারা আবদ্ধ করে রাখেন যাহা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ।
তারা সমাজের ও আইনের লোকদের কোন তোয়াক্কা করে না, তাই আমি স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাক্ষাপে আনের আওতাধীন এনে তাদের বিচার হোক।
‘মান্দায় ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ২টি ইট ভাটায় জরিমনা’
: নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও......বিস্তারিত
-
মান্দায় ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ২টি ইট ভাটায় জরিমনা
: নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও...
-
“মুড়ির গ্রাম আত্রাইয়ের তিলাবাদুরী”
: আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ- রমজান মান সামনে রেখে সরগম হয়ে উঠেছে...
-
ঠাকুরগাঁওয়ে অবাধে চলছে বালু উ্ত্তোলন পরিবেশ হুমকির মুখে
: মোঃ আবুল হাসান ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ১৬...
-
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন একাত্তর টিভির নিউজ প্রডিউসার!
: ভাগ্যের কি নির্মম পরিহাস! সকালে সন্তান জন্ম দিয়ে বিকালে করোনা...
-
সারাহ বেগম কবরীর সাক্ষাৎকার থেকে নেয়া তার মনের ইচ্ছে ছিল
: আমার একটা দুঃখ রয়ে গেল, জীবনে আমি একজন ভালো...
-
টঙ্গীবাড়িতে পিওন সেলিমের নিয়ন্ত্রনে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান— ডান নিউজ ২৪
: মোঃ মাসুম, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:- মোঃ সেলিম চাকুরী করেন...
‘মান্দায় ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ২টি ইট ভাটায় জরিমনা’
: নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও......বিস্তারিত
‘মান্দায় ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ২টি ইট ভাটায় জরিমনা’
: নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও......বিস্তারিত