dannews24.com | logo

৩০শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৩ই মে, ২০২১ খ্রিস্টাব্দ

ক্ষেতলালে আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত : জানুয়ারি ০৬, ২০২১, ২২:৪০

ক্ষেতলালে আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ভ্রাম্যমান প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ সংলগ্ন দিঘীপাড়া মহল্লায় রমেশ চন্দ্র দেবনাথ এর মাটির দ্বিতলা বাড়িতে বুধবার বিকেল ৩ টায় আগুন লেগে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস এর সদস্য ও পরিবারের লোকজন বলেন, বৈদুৎতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হতে বলে ধারনা করা হচ্ছে। বাড়ির মালিক রমেশ চন্দ্র বেদনাথ বলেন, অভাবের সংসারে আমার যা ছিল সব পুড়ে ছাই হয়েছে। সাংসারিক কাজে পরিবারের সদস্যরা বাড়ির বাহিরে অবস্থান করলের ওই সময় হঠাৎ মাটির ঘরের দোতলায় আগুন জ্বলতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষেতলাল ফায়ার সার্ভিস অফিস ইনচার্জ, তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদুৎতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটতে পারে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে না পৌছালে ক্ষেতলাল উপজেলা পরিষদ সহ দিঘীপাড়ায় ঘনবসতিতে আগুন ছড়িয়ে আরো বড়ধনের দূর্ঘটনা ঘটত।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।