dannews24.com | logo

৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ

খুলনায় বৃহস্পতিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন নয় হাজার সাতশত ৩২জন

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২১, ২২:৫৯

খুলনায় বৃহস্পতিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন নয় হাজার সাতশত ৩২জন

 

খুলনায় আজ (বৃহস্পতিবার) মোট নয় হাজার সাতশত ৩২জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার পাঁচশত ৪১ জন এবং নয়টি উপজেলায় মোট ছয় হাজার একশত ৯১ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় এক হাজার, দাকোপ এক হাজার দুইশত ৩৩জন, দিঘলিয়া তিনশত ৫৯ জন, ডুমুরিয়া আটশত ৫৯ জন, ফুলতলা তিনশত ৯৩ জন, কয়রা তিনশত ৫০ জন, পাইকগাছা নয়শত ১০ জন, রূপসা সাতশত ১৭ জন এবং তেরখাদায় তিনশত ৭০ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ পাঁচ হাজার আটশত ২১ জন এবং মহিলা তিন হাজার নয়শত ১১ জন।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।