dannews24.com | logo

৩০শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৩ই মে, ২০২১ খ্রিস্টাব্দ

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত — ডান নিউজ২৪

প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২১, ১৯:২৭

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত  — ডান নিউজ২৪

 

শ্যামল সরকার গাবতলি উপজেলা প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী জাহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩-৩০ মিনিটে গাবতলীর সুখানপুকুর চামুরপাড়া-আমতলীপাড়া মধ্যেবর্তীস্থানে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বাঁশহাটা গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে। জানা যায়- ব্যবসায়ী জাহিদুল ইসলাম আরো কয়েকজনকে নিয়ে সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ হাটে গরু ক্রয় করার জন্য যায়। ওই হাট থেকে একটি গরু ক্রয় করে ভটভটি যোগে গরুটি নিয়ে তারা বাড়িতে যাওয়ার উদ্দ্যেশে রওয়া দেন। গাবতলী-সুখানপুকুর সড়কের চামুরপাড়া-আমতলীপাড়া মধ্যেবর্তীস্থান একটি ব্রীজের নিকট পৌঁছিলে ভটভটি চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী জাহিদুল ইসলামের মৃত্যু হয় অন্যান্যরা গুরুত্বর আহত হয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলামের নির্দেশে এসআই শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং গরুটি স্থানীয় ইউপি মেম্বার নুরুল ইসলাম উজ্জলের জিম্মায় দেন। এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া থানার এসআই শামীম এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।