dannews24.com | logo

৭ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ

ছাতক সদর ইউনিয়নে বন্যায় শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত : জুলাই ০১, ২০২০, ১৪:৪৩

ছাতক সদর ইউনিয়নে বন্যায় শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

ছাতক প্রতিনিধিঃবন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে ছাতক সদর ইউনিয়নে। ক’দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় জন জীবনে দেখা দিয়েছিলো স্থবিরতা। মঙ্গলবার থেকে বানের পানি নামতে শুরু করলেও রেখে গেছে তান্ডবলীলা। বন্যা আক্রমণ করেছিলো যেন দানবের হালতে। ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় মানুষ কোনমতে খাটের উপর বা মাঁচা বেঁধে দিনরাত পার করেছেন। অনেকের ঘরে পর্যাপ্ত খাদ্য মজুদ না থাকায় অধিকাংশ লোকজন ভোগেছেন খাদ্য সংকটে। ইউনিয়নের আন্ধারীগাও, কড়িরগাও, রনমঙ্গল, চারচিরা, বাউসা, পুর্ববাউসা, বড়বাড়ি, মাছুখালী, ব্রাম্মণগাও, মল্লিকপুর, মধুকুনি, বকিরপার, কাজিহাটা, তিররাই, মানসীনগর, রাতগাও, মুক্তিরগাও, কান্দিগাও গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে বন্যায়। মানুষের বাড়িঘরে পানি উঠে গিয়ে বসবাস অযোগ্য হয়েছে অনেকের বসতঘর। বানের থোড়ে ভেসে গেছে আন্ধারীগাও পয়েন্টের বদর উদ্দিনেরসহ কয়েকটি দোকানঘর। ক্ষতির মুখে রয়েছেন ইউনিয়নের বিভিন্ন স্থানের আরো ক’জন দোকানী। বন্যায় তলিয়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে বড়বাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েও। পানির শ্রোতে বিদ্যালয়টির বারান্দা ও মেঝে’র পাকা ভেঙ্গে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্রের। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালিক মেম্বার জানান, করোনা ভাইরাস সংকটে সবগুলো বিদ্যালয়ের পাঠ্যদান বন্ধ রয়েছে। তবে সরকার যেকোন সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে এখানে পাঠদান ব্যাহত হবে। এজন্যে দ্রুত বিদ্যালয়টির ক্ষতিগ্রস্ত কাজের সংস্কার প্রয়োজন। এদিকে, বন্যায় অসহায় লোকজন জানান, এ পর্যন্ত কোন উদ্যোগেই তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।