dannews24.com | logo

১লা আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২১ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে এমপির বিশেষ বরাদ থেকে মসজিদ সংস্কারে ১লক্ষটাকার অনুদান প্রদান 

প্রকাশিত : আগস্ট ২২, ২০২০, ১৪:৪৬

ঠাকুরগাঁওয়ে এমপির বিশেষ বরাদ থেকে মসজিদ সংস্কারে ১লক্ষটাকার অনুদান প্রদান 

মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-০২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোঃ দবিরুল ইসলামের বিশেষ বরাদ থেকে আজ লাহিড়ি হাট পশ্চিম জামে মসজিদে এক লক্ষ্য টাকা অনুদান দিয়েছেন।

শুক্রবার দুপুরে জেলার বালীয়াডাঙ্গী হরিপুর আসনের সাংসদ দবিরুল ইসলামের প্রত্র এমপির পক্ষ্যে এ অনুদানের টাকা মসজিদ কমিটির সভাপতি ও ইমাম এর হাতে তুলে দেন।

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তিনার পরিবারের সকল সদস্য ও  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা জন্য মসজিদে দোয়া করেন।

তিনি এ সময় আর ও বলেন, ২১শে আগষ্ট আর এ দিনে বর্তমান সরকার ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপর গ্রেনেট হামলা পরিচালনা করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ও দেশ বাসির ভালবাসায় প্রিয় নেত্রি শেখ হাসিনা প্রাণে বেচে যান। এবং সে সময়ে আওয়ামী লীগের অনেক নেতা ও শুভাকাক্ষি মারা যান। শেখ হাসিনা সহ দেশে করোনা পরিস্থিতি দেশ বাসি মোকাবেলা করতে পারেন সে জন্য মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।