dannews24.com | logo

২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও শিশু রহিমুল্লাহর পাশে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান

প্রকাশিত : জুলাই ১২, ২০২০, ১৩:৫৩

ঠাকুরগাঁও শিশু রহিমুল্লাহর পাশে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রহিমুল্লাহকে ঠাকুরগাঁওয়ের অনেকে চিনেন। গত মাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মা মারা যায়। অলৌকিকভাবে ৫/৬ বছরের ছেলেটি বেঁচে যায়। জেলা প্রশাসক তখন হাসপাতালে গিয়ে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা ও কিছু খাদ্যসামগ্রী প্রদান করেন।

শনিবার জেলা প্রশাসক পুনরায় রহিমুল্লাহ খোঁজখবর নেওয়ার জন্য বালিয়াডাংগীর পারিয়া ইউনিয়নে যান এবং তার বাবা- ভাই এর সাথে কথা বলেন। রহিমুল্লাহকে যেন পড়াশোনা করানো হয় সে ব্যাপারে জেলা প্রশাসক তার পিতাকে পরামর্শ দেন। জেলা প্রশাসক তার পিতাকে একটা গাভী, ৪টি ছাগল এবং কিছু আর্থিক সহায়তা দেন। জেলা প্রশাসক রহিমুল্লাহর পিতাকে গরু ছাগল লালন-পালনের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে রহিমুল্লাহ কে পড়াশোনার খরচ চালানোর পরামর্শ দেন।
জেলা প্রশাসকের সাথে এসময় এডিসি (জেনারেল)নুর কুতুবুল আলম,বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল আলম সুমন, ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।