dannews24.com | logo

২রা আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২১ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে করোনা পরিস্থিতিতে সমাজ সেবক একেএম ফজলুল হক কাশেম এর উদার্ত আহ্বান

প্রকাশিত : জুলাই ২২, ২০২০, ১২:২১

নন্দীগ্রামে করোনা পরিস্থিতিতে সমাজ সেবক একেএম ফজলুল হক কাশেম এর উদার্ত আহ্বান

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে, বর্তমান করোনা পরিস্থিতিতে উপজেলা বাসীর উদ্দেশ্যে উদার্ত আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছেন বিশিস্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক, কমিউনিটি পুলিশিং ফোরামের নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি, একেএম ফজলুল হক কাশেম, তিনি তার আহ্বানে উপজেলার সর্বসাধারনের উদ্দেশ্যে বলেন, করোনাকে ভয় না করে সচেতন হোন, করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সচেতনতার কোন বিকল্প নেই, তাই আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন, ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধৌত করুন, জনসমাগম এরিয়ে চলুন, সামাজিক দুরুত্ব বজায় রেখে সীমিত আকারে কাজ করুন, অর্থনৈতিক অবস্থাকে সচল রাখুন, অন্যের উপর নির্ভর না করে নিজের উপর নির্ভর করুন, সততার উপর স্থির থাকুন, মানব জনম কে সার্থক করে তুলুন, সবাই সবার মঙ্গল কামনা করুন, দেশকে মায়ের মত ভাল বাসুন, সৃস্টি কর্তার উপর ভরসা রাখুন, নামাজ পড়ুন আল্লাহ কে ডাকুন, মহান আল্লাহ তায়ালা আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ!


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।