dannews24.com | logo

৩০শে বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৩ই মে, ২০২১ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

প্রকাশিত : অক্টোবর ২১, ২০২০, ১৪:০৯

নেত্রকোনায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

 তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার সকালে পানিতে ডুবে মহসিন ও মাছুম নামের চার বছরের দুই শিশু মারা গেছে। মহসিন উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও মাছুম একই গ্রামের মাহাবুব রহমানের ছেলে।
তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই। পরিবারের সদস্য সূত্রে জানা যায়,আজ বুধবার সকাল ৯টার দিকে মহসিন ও মাছুম সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু বিষয়টি নিয়ে গ্রামবাসিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।