dannews24.com | logo

১লা জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২১ খ্রিস্টাব্দ

বগুড়ার গাবতলীতে ট্রাকে অতিরিক্ত মালামাল বেইলী ব্রীজ ভেঙে পড়েছে

প্রকাশিত : জুলাই ১৮, ২০২০, ১৭:১০

বগুড়ার গাবতলীতে ট্রাকে অতিরিক্ত মালামাল বেইলী ব্রীজ ভেঙে পড়েছে

মুহাম্মাদ আবু মুসা :  গতকাল শনিবার (১৮জুলাই) সকালে বগুড়ার গাবতলী-সারিয়াকান্দী সড়কে সাবাসপুর বেইলী ব্রীজে অতিরিক্ত মাল (৩৫টন সিমেন্ট বোঝাই) ট্রাকটি উঠলে ব্রীজটি ভেঙ্গে পড়ে যায়। এতে করে বগুড়া শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখো মানুষের। খবর পেয়ে গাবতলী থানা পুৃলিশ দ্রুত ছুটে গিয়ে সাড়ে সাতশত বস্তা সিমেন্টসহ ট্রাকটি জব্দ করেছে। জানা গেছে, সারিয়াকান্দীর জনৈক ব্যবসায়ীর সিমেন্ট গুলো পাবনা জেলায় থেকে নিয়ে আসা হচ্ছিল। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৫টায় গাবতলী-সারিয়াকান্দী সড়কে সাবাসপুর বেইলী ব্রীজে অতিরিক্ত মাল (ট্রাক ১০টন ও সিমেন্ট ৩৫টনসহ মোট ৪৫টন) ট্রাকটি উঠলে ব্রীজটি ভেঙ্গে পানিতে পড়ে যায়। এতে করে সারিয়াকান্দী এলাকার সাথে বগুড়া শহরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। শতশত যানবাহন চলাচল বন্ধ থাকায় লাখো মানুষের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। খবর পেয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান ছুটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে সওজ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান, ব্রীজটির ধারণ ক্ষমতা ছিল ১০মেট্রিক টন। আর সেখানে ট্রাক ১০টন ও সিমেন্ট ৩৫টনসহ মোট ৪৫টন ব্রীজটির উপর উঠানোর কারনে ভেঙ্গে পড়ে গিয়েছে। তিনি আরো জানান, ট্রাকটি উঠানোর পর ২/৩দিনের মধ্যে ব্রীজটি মেরামত করে চলাচলের উপযোগী করা হবে। এ ছাড়া অতিরিক্ত মাল বোঝাই করে দুর্বল ব্রীজের উপর তোলায় মামলা করা হবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, দুঘর্টনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।