dannews24.com | logo

৩রা জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২১ খ্রিস্টাব্দ

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী

প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২১, ২০:৫৭

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী

মোছাব্বর হাসান মুসা, বগুড় জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী সেমিনার গতকাল বেলা ১০টায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চত্তরে শুরু হয়। গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান এস এম হেলালের সভাপতিতে জেলা লিগাল এইড কমিটি বগুড়া ও লাইট হাউজ এনজিও আয়োজিত ডেমোক্রাসি ইন্টারন্যাশনাল ও ইউএস আইজি প্রমোটিং পিস এন্ড জাস্টিস পিপিজে এ্যকটিভিটি প্রকল্পের মাধ্যমে গোবিন্দপুর ইউনিয়নের সকল ওয়াড থেকে ৫ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথি বগুড়া জেলা জজ কোটের প্যানেল আইনজীবি এ্যাড.এমদাদুল হক। দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগ এর সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ মন্জু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, গুনাহার ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল খালেক। লাইট হাউজ এর টিম লিডার সালাহ উদ্দিন।দুপচাঁচিয়া থানার এসআই জাহাঙ্গীর। এএস আই নুরতাজ খাতুন। শিক্ষিকা মোহসিনা বেগম, জাপা নেতা আলমগীর হোসেন।

ইউপি সচীব উত্তম কুমার, কাবেরী বেগম উপজেলা সমন্বয়কারি সালমা খাতুনসহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারি রশিদা খাতুন।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।