dannews24.com | logo

২রা আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২১ খ্রিস্টাব্দ

বগুড়ার পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মহিলা আ’লীগের ৪ প্রাথীর নাম ঘোষনা

প্রকাশিত : নভেম্বর ০৮, ২০২০, ২০:৪০

বগুড়ার পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মহিলা আ’লীগের ৪ প্রাথীর নাম ঘোষনা

আব্দুল লতিফ-বগুড়া-ষ্টাফ রিপোর্টার ঃ আগামী বগুড়ার পৌরসভার নিবাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্ব›দ্বীতার জন ৪ জন প্রাথীর নাম ঘোষনা করেছে বগুড়ার জেলা মহিলা আওয়ামীলীগ।
রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে জেলা মহিলা আওয়ামীলীগের মত বিনিময় সভায় সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী এই ৪ পাথীর নাম ঘোষনা করেন।এসময় তিনি বলেন বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পতিদ্ব›দ্বীতার জন অবশিষ্ট ৩ টি ওয়াডের প্রাথীদের নামও শিঘ্রই ঘোষনা করা হবে।
মহিলা আওয়ামীলীগ ঘোষিত প্রাথীরা হলেন, বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা ৪.৫.৬ নং ওয়ার্ডের মিনিয়ারা বেগম, ৭.৮.৯ নং ওয়ার্ডের হোসনে আরা হাসী, ১০.১১.১২ নং ওয়ার্ডের ফাতেমা বেগম ছন্দ ও ১৬.১৭.১৮ নং ওয়ার্ডে স্বপ্না চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি চামেলী খাতুন, রুমু আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না চৌধুরী, সাগঠনিক হাসনা খাতুন, দপ্তর সম্পাদক নাজমা পারভিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক কহিনুর বেগম, সদস্য ফাতেমা বেগম ছন্দ, পিংকি, শহর শাখার সভাপতি বিলকিছ বেগম, সাধারণ সম্পাদক হোসনে আরা হাসি, রেশমা, মাহফুজা, রেকসেনা প্রমুখ।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।