dannews24.com | logo

২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ

বগুড়ার স্বনামধন্য লেখিকা রোমেনা আফাজের ভাতিজা শেরপুরের বিশিষ্ট সমাজসেবক রুবেল পোদ্দার জাতীয় পার্টিতে যোগদান

প্রকাশিত : ডিসেম্বর ১৩, ২০২০, ২০:০৮

বগুড়ার স্বনামধন্য লেখিকা রোমেনা আফাজের ভাতিজা শেরপুরের বিশিষ্ট সমাজসেবক রুবেল পোদ্দার জাতীয় পার্টিতে যোগদান

বগুড়ার স্বনামধন্য লেখিকা রোমেনা আফাজের ভাতিজা শেরপুরের বিশিষ্ট সমাজসেবক রুবেল পোদ্দার বগুড়ার মমইন হোটেল সভাকক্ষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, সংবিধান বিশেষজ্ঞ এ্যডঃ সিরাজুল ইসলাম এর হাতে ফুলের তোরা দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
উক্ত যোগদান অনুষ্ঠানে বগুড়া জেলা জাতীয় পার্টির মাননীয় সভাপতি, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর উপদেষ্টা জনাব শরিফুল ইসলাম জিন্নাহ এম পি, বগুড়া জেলা জাতীয় পার্টির সংগ্রামী সাধারন সম্পাদক, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইচ চেয়ারম্যান নুরুল ইসলাম ওমর সহ রাজশাহী বিভাগের ৮ জেলার সভাপতি – সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।।
18
1 Share


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।