dannews24.com | logo

২রা আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২১ খ্রিস্টাব্দ

বগুড়ায় “জননেত্রী শেখ হাসিনা পরিষদ” শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান

প্রকাশিত : অক্টোবর ২২, ২০২০, ০২:২৭

বগুড়ায় “জননেত্রী শেখ হাসিনা পরিষদ” শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান

মোঃ সাকিব হাসান সৌরভ গাবতলী উপজেলা প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে “জননেত্রী শেখ হাসিনা পরিষদ” বগুড়া জেলা শাখার সভাপতি নব কুমার সূর্য্য ও সাধারণ সম্পাদক পাপ্পু সরকার।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন যে, জননেত্রী শেখ হাসিনার
সরকার সকল ধর্মের মানুষের সুরক্ষা দিতে সর্বদা অঙ্গীকার বদ্ধ। ধর্ম যার যার, রাষ্ট্র এবং উৎসব সবার এই নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের সকল মানুষের ধর্মানুভূতিকে শ্রদ্ধা জানায় । শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী নয়,বৌদ্ধ, খ্রীষ্টান সহ ক্ষুদ্র জাতিসত্তার সকল মানুষের ধর্ম পালনের অধিকার সহ সকল ধর্মের মানুষের শান্তির আবাসস্থল হিসাবে নিশ্চিত
করেছে বর্তমান সরকার। তাই তাদের উৎসবকে প্রাণবন্ত এবং নির্বিঘ্ন করতে ও আর্থিক ভাবে এবং প্রশাসনিক ভাবে অতীতের ন্যায় এবারও এই উৎসবে সরকার তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেতৃবৃন্দু স্বাস্থ্যবিধি মেনে শারদীয়া দুর্গাপূজা পালনের আহবান জানান। খবর বিজ্ঞপ্তি।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।