dannews24.com | logo

৭ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ

বগুড়ায় মাদকদ্রব্য গাঁজা চাষের অপরাধে ১জন গ্রেফতার

প্রকাশিত : জুলাই ৩১, ২০২০, ১০:৩৩

বগুড়ায় মাদকদ্রব্য গাঁজা চাষের অপরাধে ১জন গ্রেফতার

 পবিত্র কুমার দাস জেলা প্রতিনিধি বগুড়া : এস আই সাধক রায় এর নেতৃত্বে এস আই নিরঞ্জন রায়, এস আই শামীম, এ এস আই মনির ফোর্সসহ মাদকদ্রব্য গাঁজা চাষের অপরাধে আসামী মোঃ এনামুল হক মোল্লা(৪০) পিতা-মোঃ রমজান আলী মোল্লা সং- পশ্চিম গোয়াল পাড়া, থানা- গাবতলি, জেলা- বগুড়াকে গ্রেফতার করিয়া আসামীর দেখানো মতে তার বেগুন ক্ষেতের মধ্যে থেকে পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ যাহার ওজন কাঁচা অবস্থায় শেকড় ডালপালা সহ ৫১০ গ্রাম, এই বিষয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিলের ১৮(ক) ধারায় গাবতলি মডেল থানায় ৩০/০৭/২০২০ তারিখ নিয়মিত মামলা রুজু হইয়াছে উদ্ধার স্থান : পশ্চিম গোয়াল পাড়া গ্রামের জনৈক শাহজাহান এর বাড়ির পশ্চিম পার্শ্বে আসামীর লাগানো বেগুন ক্ষেতের মধ্যে হতে উদ্ধার


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।