dannews24.com | logo

৩রা জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২১ খ্রিস্টাব্দ

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক করোনায় মারা গেলেন

প্রকাশিত : জুলাই ০৫, ২০২০, ১৩:৪২

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক করোনায় মারা গেলেন

পবিত্র কুমার দাস জেলা প্রতিনিধি : বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক আবুল কাশেম আযাদ করোনাভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. শাহাদুজ্জামান এ কথা নিশ্চিত করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সূত্রে জানা গেছে, বগুড়ায় দায়িত্ব পালন অবস্থায় উপপরিচালক আবুল কাশেম আযাদের শরীরে বিগত প্রায় ১৬-১৭ দিন আগে করোনার উপসর্গ দেখা দেয়। পরে টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় তিনি শনাক্ত হন। গত ২৪ জুন তিনি নিজ আবাসস্থল ময়মনসিংহে চলে যান। সেখানে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে আজ রোববার সকালে তিনি মারা যান। দপ্তর সূত্র জানায়, উপপরিচালক ময়মনসিংহে স্থায়ী হলেও তার আসল বাড়ি ছিল পাবনা জেলায়। সম্প্রতি ছুটিতে ময়মনসিংহের আবাসস্থলে গিয়েছিলেন। সেখান থেকে আসার কিছু দিন পর তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাবে নমুনা দিলে তার করোনা পজিটিভ আসে।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।