dannews24.com | logo

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২১ খ্রিস্টাব্দ

বগুড়া ডিবি পুলিশের অভিযানে অস্ত্রগুলিসহ একজন গ্রেফতার..

প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২০, ০১:৪৪

বগুড়া ডিবি পুলিশের অভিযানে অস্ত্রগুলিসহ একজন গ্রেফতার..

 

এস আই সুমন,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্তে এসআই ইনামুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বগুড়া সদর ও শাজাহানপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ইং ১৭/০৯/২০২০ ইং তারিখ রাত্রী ১০.১৫ ঘটিকার সময় বগুড়া শহরস্থ ফুলতলা এলাকা হইতে ০১(এক)টি বিদেশী পিস্তল, ০১(এক)টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলিসহ আসামী ছাব্বির হোসেন(২১), পিতা-ইউনুস আলী ইন্নু, সাং-ফুলতলা, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে আটক করা হয়। উক্ত ঘটনায় শাজাহানপুর থানা এলাকায় অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে ডিবির ওসি মোঃ আছলাম আলী পিপিএম জানান।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।