dannews24.com | logo

১১ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ

বগুড়া সাবগ্রাম গ্রীন রির্সোটের সামনে থেকে ১ সিএনজি সহ ৩ ছিনতাই কারী আটক

প্রকাশিত : জুলাই ২৪, ২০২০, ০৪:১৫

বগুড়া সাবগ্রাম গ্রীন রির্সোটের সামনে থেকে ১ সিএনজি সহ ৩ ছিনতাই কারী আটক

পবিত্র কুমার দাস জেলা প্রতিনিধি বগুড়া : চেলোপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে যাত্রী না পাওয়ার কারণে খালী সিএনজি নিয়ে যাওয়ার পথে শহরের নারুলী কবরস্থানের সামনে ৪ জন লোক যাত্রী বেশে সিএনজিতে উঠে। সিএনজিটি সারিয়াকান্দী রোডের সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের ছাতিয়ানতলাস্থ গ্রীন রির্সোট পার্কের সামনে বৃহস্পতিবার রাত ৯ টার সময় সিএনজির চালককে মারপিট করে, চাকু ধরে সিএনজি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় চালক চিৎকার দিলে ছিনতাইকারীরা সিএনজি নিয়ে উল্টে পড়ে যায়। সাহসী চালক একজন ছিনতাইকারীকে জাপটাইয়া ধরে আরো জোড়ে চিৎকার শুরু করলে স্থানীয় কিছু লোকজন ও সঙ্গে সঙ্গে টহল পুলিশের দল ঘটনার স্থলে পৌঁছে একজন কে আটক করে। পরে গাবতলী থানার সন্ধ্যাবাড়ী মধ্যে পাড়ার তোতা মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। বগুড়া সদর থানার নবাগত ওসি হুমায়ন কবিরের দিকনির্দেশানায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) আর. কে.বি. রেজার নেতৃত্বে নারুলী ফাঁড়ির ইনচার্জ মোঃ জামিরুল ইসলাম, এস. আই, মোঃ বেলাল হোসেন, সঙ্গী ও ফোর্স নিয়ে খুব দ্রুত ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন।

Chat Conversation End


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।