dannews24.com | logo

৮ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ২২শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত : আগস্ট ০৮, ২০২০, ১৪:০১

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় টেলিভিশনে প্রধানমন্ত্রীর ভাষন উপভোগ এবং দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় শনিবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজের হলরুমে এ বিষয়ে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবীব, জাতীয় মহিলা সংস্থার জেলা সভাপতি তহমিনা আক্তার মোল্লা, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক দ্রৌপতি দেবী আগরওয়ালা, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান ।

আলোচনা সভা শেষে সদর উপজেলার ৬ জন দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়াও জেলার ৪টি উপজেলা গুলিতেও ৬ টি করে সেলাই মেশিন দেওয়া হয়।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।