dannews24.com | logo

১লা আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২১ খ্রিস্টাব্দ

বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে অলিলা গ্রুপের অংগীকার এবং মতবিনিময় সভা

প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২১, ২৩:৫০

বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে অলিলা গ্রুপের অংগীকার এবং মতবিনিময় সভা

 

সিলেট বিভাগীয় প্রতিনিধি ; মোঃ এমদাদ সুমনএহসান: মৌলভীবাজারের রাজনগর

উপজেলার কামারচাক ইউনিয়নে যুব সমাজের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ সময় কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত শাখার নেতৃবৃন্দের দেশে আগমন উপলক্ষে সংবর্ধনাও দেয়া হয়।
বুধবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার তারাপাশা হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অলিলা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি এবং সমাজ সেবক জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলার চেয়ারম্যান শাহাজান খান।

সভাপতির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, ‘বেকার সমস্যা যেমন ব্যক্তির উপর অভিশাপস্বরূপ তেমনি দেশ এবং জাতি কিংবা দেশের অর্থনীতির উপরও অভিশাপস্বরূপ। বাংলাদেশের যাবতীয় জটিল সমস্যাগুলোর মধ্যে বেকার সমস্যা অন্যতম।’

তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষি প্রধান দেশ যেখানে শতকরা ৬১ ভাগ লোক শিক্ষিত। সেখানে যদি অসংখ্য মানুষ কর্মহীন বা বেকার হয়ে পড়ে তাহলে দেশের সংকট কোন স্তরে গিয়ে পৌঁছাবে তা বলাই বাহুল্য।

এ সময় জিল্লুর রহমান কামারচাক ইউনিয়নের শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়ার কথাও জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তারাপাশা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রহিম খান, সিলেট আরওআই আরজদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল নুর (লাল মিয়া), জাবালে নুর ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ওলিউর রহমান, অলিলা গ্রুপের পরিচালক ও ৪ নং ইউপি সদস্য মো. জিয়াউর রহমান জিয়া, মো. জহিরুল ইসলাম বাবু, ছায়াদ আহমদ।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।