dannews24.com | logo

৭ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ

বেলকুচি এমপি রোডে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আহত ১ নিহত ২

প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২০, ২১:২০

বেলকুচি এমপি রোডে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ আহত ১ নিহত ২

আবির হোসাইন শাহীন (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় বেলকুচি পৌর একাস্থ সূবর্ণসাড়া (এমপি) রোডে এই সংঘর্ষ ঘটে।

 

এতে মোটর সাইকেল চালক সহ ২ জন নিহত হয়। আর ১ জনকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হসপিটালে প্রেরন করা হয়েছে। নিহতরা হলেন, বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের হাকিম মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৭) ও কুদ্দুস মুন্সির ছেলে হযরত আলী ( ২৪)।

আহত হলেন, ঐ একই গ্রামের সোনাউল্লাহ্’র ছেলে ফরহাদ মিয়া। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম জানান, আমরা দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ২ জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। আর ঘাতক বাস কে জব্দ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।