dannews24.com | logo

২রা আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২১ খ্রিস্টাব্দ

মুজিব জম্ম শতবর্ষে দুপচাঁচিয়া হাটসাজাপুর মাঠে ডিজিটাল সেন্টার নক আউট ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা

প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২১, ২২:০১

মুজিব জম্ম শতবর্ষে দুপচাঁচিয়া হাটসাজাপুর মাঠে ডিজিটাল সেন্টার নক আউট ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা

মোছাব্বর হাসান মুসা, বগুড়া প্রতিনিধিঃ মুজিব জম্ম শতবর্ষে হাটসাজাপুর মাঠে ডিজিটাল সেন্টার নকআউট ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা গতকাল বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আমিনুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রভাষক এমদাদুল হক। যুগ্মসাধারণ সম্পাদক প্রভাষক তৌহিদুল মহলদার। বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আমিনুর মহলদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাখের সেন্টু। কৃষকলীগ নেতা মেহেদী হাসান সজল, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মাহমুদ সুজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি অধ্যাপক ও বিভাগী প্রধান বাংলা সরকারি নাজির আখতার কলেজ সোনাতলার আব্দুস সবুর।এসময় আওয়ামীলীগ এর অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাটসাজাপুর নব জাগরন ছাত্রবন্ধু সংগঠনের পক্ষ থেকে ওবায়দুল হক খেলার আয়োজন করেন।

ফুটবল ফাইনাল খেলায় দুপচাঁচিয়া সদর বনাম গোবিন্দপুর ইউনিয়ন একাদশ ফাইনাল খেলায় ১-০ গোলে গোবিন্দপুর ইউনিয়ন বিজয় লাভ করেন।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।