dannews24.com | logo

৭ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ

রাণীনগরে একডালা ইউনিয়ন যুবদলের কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : সেপ্টেম্বর ০৩, ২০২০, ১৬:২৫

রাণীনগরে একডালা ইউনিয়ন যুবদলের কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৭নং একডালা ইউনিয়ন যুবদলের কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একডালা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় আবাদপুকুর কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম জেমসের সঞ্চালচনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিরাজ এ আলম সিরাজ, ফরহাদ আলী মন্ডল, সাখাওয়াত হোসেন, সদস্য আমিনুল ইসলাম টুটুল, ওবাইদুর রহমান উজ্জল, আব্দুল মান্নানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।