dannews24.com | logo

১লা আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২১ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে জাতীয় ছাত্রসমাজের কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল

প্রকাশিত : নভেম্বর ০৫, ২০২০, ১৯:৫৯

শিবগঞ্জে জাতীয় ছাত্রসমাজের কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল

 

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জাতীয় ছাত্রসমাজ শিবগঞ্জ উপজেলা ও পৌর কমিটি গঠন উপলক্ষে এক পরিচিতি সভা শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা ছাত্রসমাজের আহ্বায়ক ফরহাদ আলী খোকনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা যুব সংহতির আহ্বায়ক যুবনেতা হুসাইন শরীফ সঞ্চয়। পরিচিতি সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব শেখ ফজলুল বারী, শিবগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব শাহিনুর ইসলাম, কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য আহসান হাবিব রেবুল, আজিজুল হক রাজু।

উক্ত সভায় প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার অনুমোদিত কমিটির নাম ঘোষণা করেন।জাতীয় ছাত্রসমাজ শিবগঞ্জ উপজেলা কমিটিতে গোলাম মোস্তফাকে আহ্বায়ক ও মোকাররম হোসেন খোকনকে সদস্যসচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ও ছাত্র সমাজ শিবগঞ্জ পৌরসভা শাখা কমিটিতে দিপ্ত কুমার রনোকে আহ্বায়ক ও রামিম ইসলাম পাপ্পুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট শিবগঞ্জ পৌরসভা কমিটির নাম ঘোষণা করা হয়।

সভা শেষে এক আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ শিবগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক আবু জোবায়ের সুমন, রেজাউল করিম রেজা, রাহাত ফয়সাল, এসএম সাব্বির হোসাইন, রাকিবুল হাসান, জি মশিউর রহমান, সাজু মিয়া, সজিব ইসলাম, সদস্য সচিব মোকারম হোসেন খোকন, পৌরসভা শাখা সভাপতি দিপ্ত কুমার রনো, যুগ্ম আহ্বায়ক সোহান রহমান, আল আমিন, শুভ কুমার শাহা, ওয়াছিব আল ওহি, আশরাফুল ইসলাম, খন্দকার গোলাম মাওজুদ (শুভ), সদস্য সচিব রামিম ইসলাম পাপ্পুসহ উপজেলা ও পৌরসভা কমিটির বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।