dannews24.com | logo

১১ই আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২১ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির

প্রকাশিত : আগস্ট ২৩, ২০২০, ১৭:৩২

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির

ছাতক প্রতিনিধিঃভূমি সেবা, কৃষি ঋণ, উচ্ছেদ অভিযান, রাজস্ব খাতসহ বিভিন্ন কর্মকান্ডে অসামান্য অবদান রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির। রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের হলরুমে বার্ষিক রাজস্ব সম্মেলনে তাকে পুরস্কার ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। জানা গেছে, প্রতি অর্থবছরে এ পুরস্কারের জন্য পেশাগত দক্ষতা, সততার নিদর্শন, কর্তব্যনিষ্ঠা, সেবা প্রদান, নেতৃত্ব দান, উদ্ভাবনী চর্চা, সেবা প্রদানে তথ্য প্রযুক্তি ব্যবহার ইত্যাদি সূচক বিবেচনা করা হয়। এসব ব্যাপারে ইউএনও মোঃ গোলাম কবির দক্ষতার পরিচয় দিয়েছেন। এজন্য ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবিরকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এব্যাপারে মোঃ গোলাম কবির জানান একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীলসহ সকল কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। তিনি সারাজীবন মানুষের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করে আরো বলেন, যে কোন স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। আজকের এই অর্জনে ছাতকের জনগণও ভাগীদার রয়েছেন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে শুধু নয়, প্রশাসনিক গণ্ডির বাইরেও একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে থাকার চেষ্টা সব সময় তিনি করে থাকেন। কর্মস্থল ছেড়ে চলে গেলে ও ভালো কাজের জন্য মানুষ যাতে তাকে মনে রাখে সে চিন্তা-চেতনা নিয়েই এখানে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন।


অফিস: হোল্ডিং#৩৫৯,রোড# ৮/২ মধ‍্য সরদারপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।

সম্পাদক ও প্রকাশক: মো: মোছাব্বর হাসান মুসা। 01711366298/01812550877 mushanews2011@gmail.com

নির্বাহী সম্পাদক
ইমরানুল হাসান (বি এ অনার্স) ম‍্যানেজমেন্ট।

 

বার্তা সম্পাদক: মো:জাকারিয়া হাসান। 01796032336

মহিলা সম্পাদিকা: মোনিকা আক্তার মালা। ( বিএ অর্নাস) রাষ্ট্রবিজ্ঞান।